
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি | জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার উদয়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি ও প্রচারণার অংশ হিসেবে গতকাল ১২ মে রবিবার বিকাল ৫ টায় বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিক হয়েছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সোবহান এর সভাপতিত্বে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনে (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি মূল্যবোধ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি। ইসলামি রাজনীতির চেতনাকে ভিত্তি করে এ দেশকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি আনোয়ার হোসেন,সাবেক চেয়ারম্যান রকিব উদ্দিন, আবু সাঈদ, মাজহারুল ইসলাম ও মাসুদ রানা প্রমুখ। বক্তারা বলেন, ন্যায়ের পথে অবিচল থেকে জনগণের কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য। তাঁরা নির্বাচনী মাঠে জনগণের সহায়তা কামনা করেন এবং একটি সুশাসন ভিত্তিক সরকার গঠনে ভোটারদের এখন থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। পথসভায় স্থানীয় এলাকাবাসী, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। গোটা আয়োজন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়।










