
তৌহিদ, মাগুরা | মাগুরা পৌর এলাকার ভায়নায় মাগুরা টেক্সটাইল মিলের পরিত্যাক্ত জায়গায় মাগুরা মেডিকেল কলেজ স্হাপনের দাবীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে ভায়না,ভিটাসাইর, রায়গ্রাম,শিমুলিয়া ও সীতারামপুর এলাকার সাধারণ জনগন। মানববন্ধন শেষে প্রশাসনের নিকট একটি স্মারকলিপিও পেশ করে এই মানববন্ধন কমিটির নেতারা। বুধবার ১৩ এপ্রিল সকাল ১১ টায় মাগুরার ভায়না মোড়ে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আগত বক্তারা বলেন, মাগুরা ভায়না মোড়ের টেক্সটাইল মিলটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর কিছুদিন পূর্বে মিলের পুরাতন সমস্ত যন্ত্রাংশ নিলামে বিক্রি করা হয়। বর্তমানে মিলের জায়গাটি পড়ে আছে তাই এই মিলের জাশগায় মাগুরা মেডিকেল কলেজটি স্হাপন করা হলে মাগুরার জনগনের বেশ সুবিধা হবে। এই পরিলক্ষিতে আমরা আজ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করেছি।আশা করছি প্রশাসন আমার যৌক্তিক দাবী মেনে নিয়ে মাগুরা ভায়না টেক্সটাইল মিলের জায়গা মাগুরা মেডিকেল কলেজ স্হাপনের আদেশ দিবেন।










