
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি কোর্সের সনদকে স্নাতক (পাস) ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ বাতেন খাঁ মোড়ে ডিপ্লোমা নার্সিং মিড ওয়াইফারি ডিগ্রী বাস্তবায়ন কমিটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থী শিরিন আক্তার (ইবাদি) বলেন, আমরা এসএসসি পাস করার পর ভর্তি পরীক্ষা দিয়েই এই কোষে ভর্তি হয়েছি। এখানে তিন বছর মেয়াদী কোর্স সম্পন্ন করতে হয়। তাই সরকারের নিকট আমাদের দাবি, ডিপ্লোমা ডিগ্রীকে স্নাতক (পাস) সমমান দিতে হবে। অন্য একজন শিক্ষার্থী বলেন, আমাদের এই দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই বৈষম্য দূর করে আমাদের শিক্ষাগত মর্যাদা প্রতিষ্ঠিত করা হবে। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।










