
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ মে) বিকেল ৪টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাসেল বলেন, “দেশে সৎ, দক্ষ ও আদর্শ নেতৃত্বের বড়ই অভাব। জামায়াতে ইসলামী একটি সৎ, আদর্শবান ও দক্ষ নেতৃত্ব তৈরিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য প্রতিটি ইউনিয়নে যোগ্য মানুষদের একত্রিত করে মানব কল্যাণে কাজ করার উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের পক্ষে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার প্রমুখ। সভায় এপ্রিল মাসের রিপোর্ট পর্যালোচনা, কার্যবিবরণী পাঠ ও অনুমোদনসহ বিভিন্ন ইউনিয়নের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজা।










