আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, "শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই দেশ ও জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবে।" বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম শিপলু, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিথা, সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম, সহকারী অধ্যাপক সাইফুর রহমান ও সরকারি অধ্যাপক মহিতুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের ডেপুটি সেক্রেটারি ড. মোহাম্মদ মাহবুব আলম। বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল মালেক ও বিদায়ী শিক্ষার্থী আরাফাত রহমান শিশির। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের পুষ্প প্রদান ও ব্যাচ পরিয়ে বরণ করা হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের গেঞ্জি ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কুইজ ও লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান, আবৃত্তি, নাটক ও কৌতুকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়।