চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মোঃ লাল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জেহালা মাঠপাড়া এলাকায় মজিবুলের বাড়ির পেছনের পাকা রাস্তা থেকে লাল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লাল মিয়ার বাড়ি জেহালা অঘরনাথপাড়া গ্রামে। তার পিতা মৃত মিজানুর রহমান। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আলমত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ- ১২/০৫/২০২৫) দায়ের করা হয়েছে।