মোঃ ইয়াকুব আলী : রংপুরের কাউনিয়া মীরবাগ ডিগ্রি কলেজের পরীক্ষার হলে শিক্ষকের কাছে মোবাইল, রুমে ও টয়লেটে নকলের মহোৎসবের ভিডিও করায় ৫ সাংবাদিককে মারধোর ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে ওই কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণ এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে রংপুরের সাংবাদিক সংগঠনগুলো। আহত সাংবাদিকরা হলেন, বিজয় টিভির রংপুর প্রতিনিধি হামিদুল ইসলাম ও ক্যামেরাপার্সন শাহীন আলম সাবু, স্থানীয় অনলাইন প্লাস টিভির রিপোর্টার মেহেদী হাসান, ক্যামেরাপর্সন মশিউর রহমান ও আলআমিন। বুধবার বেলা সাড়ে তিনটায় অনার্স তৃতীয় বর্ষের পরিক্ষা চলাকালীন কেন্দ্রে নকল সরবরাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মীরবাগ ডিগ্রি কলেজে সাংবাদিকরা গেলে রুমে শিক্ষকদের হাতে মোবাইল, টয়লেট এবং অন্যান্য রুমে ছেড়া বই ও নকলের ছড়াছড়ি দেখতে পায়। এসব ভিডিও ধারন করায় কেন্দ্রে ট্যাগ অফিসার কাউনিয়া উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ হোসেনের উপস্থিতিতে তাদের উপর হামলা হয়।