
এমরান হোসেন সোহাগ : বন্ধু মহলের আয়োজনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের,সোমপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রসাদপুর তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মাহামুদুর রহমান খোকন এর স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বাজার ব্যবসায়ীগন। এছাড়াও মাহামুদুর রহমান খোকন এর বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ, রুবেল, সবুজ, মাহাবুব, সাহিদ, এমরান, বাবলু,মহসিন, কিরন,ও মিঠু। উক্ত স্বরণ সভায় মরহুম মাহামুদুর রহমান খোকন এর সৃতিচারণে তার বন্ধুমহল ও স্থানীয়রা বক্তব্য রাখেন, বক্তব্য শেষে দোয়াও মাহফিলের আয়োজন করা হয়।
ভিউ: ৫৩৯










