
মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হয়েছে শুকুরানা আদায় ও আলোচনা সভা। সম্প্রতি ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ নিষিদ্ধ ঘোষণার পরপরই এই কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল ১১ মে রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু, সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। ভোটাধিকার কেড়ে নিয়ে, বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে তারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। আজ সেই অধ্যায়ের অবসান ঘটেছে। এটি জনগণের বিজয়। তারা বলেন, এখন সময় এসেছে দলমত নির্বিশেষে সবাই মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করার। এ সময় বক্তারা উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে শুকুরানা আদায় করা হয় এবং দেশবাসীর শান্তি,স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্থায়িত্ব কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।










