মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাট জেলার প্রখ্যাত হজ্ব গ্রুপ জমজম হজ্ব কাফেলা'র উদ্যোগে ২০২৫ সালের হজ্বযাত্রীদের জন্য অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল। গতকাল রবিবার বাদ এশা, জমজম হজ্ব কাফেলার নিজস্ব কার্যালয়ে এই আয়োজনে উপস্থিত ছিলেন হজ্বে যাওয়া যাত্রীরা, তাঁদের পরিবারের সদস্য বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ। হজ্বযাত্রীদের জন্য অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট আলেম মাওলানা সাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন হজ্ব গ্রুপ পরিচালক মাওলানা শাহ আলম দেওয়ান ও মাওলানা আব্দুর রহিম। বিশেষ এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন— "হজ্ব হচ্ছে ইসলামের একটি মৌলিক স্তম্ভ। যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ্বে যাচ্ছেন, তারা সত্যিই সৌভাগ্যবান। হজ্বের মূল শিক্ষা হৃদয়ে ধারণ করে সকলকে আত্মশুদ্ধির মাধ্যমে হজ্ব সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, "বর্তমানে বিশ্ব মুসলিম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই হজ্বের সময় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি ও মানবতার মুক্তির জন্যও দোয়া করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোঃ হাসিবুল আলম লিটন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন এবং সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হজ্বযাত্রীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। যাতে তাঁরা সুস্থভাবে হজ্ব পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন—এই কামনায় মুখর হয় পুরো আয়োজন।