
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ (নয়) বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন পূর্ব কমলাপুর এলাকার মাধবীতলা পারঘাট নদীর পাড় থেকে মোঃ বিপুল হোসেন (৩১), পিতা- মোঃ জিন্নাত আলী, সাং- বোয়ালমালী পূর্বপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত আসামির কাছ থেকে উদ্ধারকৃত ৯ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় একটি মামলা (নং-১৭, তারিখ- ১১/০৫/২০২৫) রুজু করা হয়েছে।










