
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আনন্দ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। রবিবার (১১ মে) বিকাল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা শহরের হাইরোয়েস্ট আলিফ উদ্দিন মোড়ে এ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মিছিলটি আলিফ উদ্দিন মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।মিছিলে অংশগ্রহণ করেন মুসাব ইবনে শাফায়েত, কামরুল হাসান কাজল, রাকিবুল ইসলাম ইমন, মোঃ সাদী হাসান, শাকিব মাহমুদ সৈকত, আতিকুজ্জামান মেরাজ, পারভেজ ইসলাম, পার্থিব হাসান, মারফুল পারভেজ আকাশ প্রমুখ নেতৃবৃন্দ।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশের রাজনীতি থেকে দুঃশাসন, দুর্নীতি এবং দমন-পীড়নের প্রতীক আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দেশপ্রেমিক জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।”
তারা আরও বলেন, “ফ্যাসিবাদ ও একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা যেভাবে আওয়ামী লীগের মাধ্যমে চালানো হচ্ছিল, সেটির চূড়ান্ত জবাব এসেছে এ নিষেধাজ্ঞার মাধ্যমে।”
সমাবেশে বক্তারা জনগণকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।










