মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: ১১ মে ২০২৫ ভোরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ জন অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেন।
আটকদের মধ্যে রয়েছে ২ শিশু, ৩ নারী ও ৯ পুরুষ।তারা জানিয়েছে, ৬ মাস আগে ভালো কাজের আশায় ভারতে গিয়েছিল, এবং এখন ফেরার পথে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিল।তাদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. মামুন ।