
মোরশেদ আলম, নেত্রকোণা, ১১ মে ২০২৫:বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেত্রকোণা জেলা সম্মেলন আজ রোববার জেলার শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চলা এই সম্মেলনে কাউন্সিল অধিবেশন শেষে নতুন জেলা কমিটি গঠন করা হয়।কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড নলিনী কান্ত সরকারকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং রুপক কুমার সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়াও সম্মেলনের মাধ্যমে ২৩ জনকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় এবং পরবর্তীতে কোঅপশন পদ্ধতিতে আরও ৬ জনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। নবগঠিত কমিটিতে মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে নেত্রকোণায় ক্ষেতমজুরদের আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। ক্ষেতমজুরদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি, ভূমির মালিকানা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকে গতিশীল করার আহ্বান জানানো হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলা সিপিবি, কৃষক সমিতি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন সহ সংশ্লিষ্ট মহল।
জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, এই কমিটি কৃষিশ্রমিক ও নিপীড়িত মেহনতি জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।
শোষিত বঞ্চিত মেহনতী মানুষের অধিকার আদায় হোক—এই প্রত্যাশায় সম্মেলন শেষ হয়।










