কুড়িগ্রামের উলিপুরে বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গাকুটি দেলদারগঞ্জ গ্রামের শনিবার ১০ মে স্থানীয় আমিনুলে ইসলামের দুই সন্তান পাশেই ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই ডুবে যায়। ইব্রাহিম আলি (১২)ও ইমরান আলী (৮) ডুবে যাওয়ার পর থেকে তাদের দুজনের আর খোঁজ মেলেনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবারু দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যেতে থাকেন। কিন্তু কোন খোঁজ মেলেনি।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক মন্ডল গণমাধ্যমকে জানিয়েছেন ১৮ ঘন্টা থেকে উলিপুর ও রংপুর থেকে ৬ জনের একটি ডুবারু দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় কিন্তু
নিখোঁজ শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে স্রোতের দিকে ভাটির দিখে স্রোতের ভেসে যেতে পারে। স্থানীয় লোকজন জানান ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।