পটিয়া ও বোয়ালখালী থানার যৌথ অভিযানে অস্ত্র -গুলি সহ গ্রেপ্তার।
Spread the love

মোঃ ইলিয়াছ খান  : পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশের যৌথ অভিযানে মোঃ গিয়াস উদ্দিন প্রঃ সাব্বির ও মোঃ বছিরুল হক প্রঃ শাহিন অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেফতার। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ, জনাব গোলাম সারোয়ার এর নের্তৃত্বে বোয়ালখালী থানা পুলিশ বোয়ালখালী থানাধীন শাকপুরা ইউনিয়নের মিলিটারীপুল নামক স্থানে চেকপোষ্ট করাকালে ১১/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় পটিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার হামলাকারী ০৩টি মামলার এজাহারনামীয় পলাতক আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটিয়া সরকারী কলেজের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন প্রঃ সাব্বির(৩১), পিতা-মোঃ নুরুল আবছার, মাতা- জাহানারা বেগম, সাং- হুলাইন, (খালেক মেম্বারের বাড়ী) ০২নং ওয়ার্ড, হাবিলাসদ্বীপ ইউপি, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে জনাব আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া সার্কেল, চট্টগ্রাম, জনাব আবু জায়েদ মোঃ নাজমুন নূর, অফিসার ইনচার্জ, পটিয়া থানা, চট্টগ্রাম এবং জনাব গোলাম সারোয়ার, অফিসার ইনচার্জ, বোয়ালখালী থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল ১১/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০২.৫৫ ঘটিকার সময় ঘটনাস্থল পটিয়া থানাধীন পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ আলোছায়া নামক আবাসিক ভবনের (ডাঃ আইয়ুব নবীর বাড়ী) ৪র্থ তলা সি-৪ নং ফ্লাট আসামী মোঃ বছিরুল হক প্রঃ শাহিন(২৩), (নিষিদ্ধ ঘোষিত পটিয়া ছাত্রলীগের সদস্য) পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মজুনা খাতুন, সাং- চাটুয়া (ফুল গাজীর বাড়ী) ০৪নং ওয়ার্ড, ১৫নং ছনখরা ইউপি, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতঃ ড্রয়িং রুমের খাটের নিচ হতে আসামী মোঃ বছিরুল হক প্রঃ শাহিন(২৩) এর নিজ হাতে বের করে দেওয়া মতে ১) ১টি একনলা বন্দুক ২) ৩টি লেডবল গুলি, ৩) ৪টি পিস্তলের গুলি, ৪) ১টি লোহার পাত, ৫) ১টি কাঠের হাতল বিশিষ্ট চাকু, ৬) ১টি স্টেইনলেস স্টিল ননচাকু, যাহা দুই হাতল বিশিষ্ট এবং শিকল দ্বারা সংযুক্ত উদ্ধারপূর্বক জব্দ করেন।
বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31