মোঃ আবু সুফিয়ান মুক্তার:জয়পুরহাট জেলার প্রখ্যাত হজ্ব সংস্থা মর্তুজা ট্রাভেলস্ এন্ড হজ্ব গ্রুপের উদ্যোগে ২০২৫ সালের হজ্ব যাত্রার প্রাক্কালে এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ রবিবার সকাল ৯ টায় জয়পুরহাট সার্কিট হাউস ময়দান এ আয়োজিত এ অনুষ্ঠানে হজ্বে যাওয়া যাত্রীদের সুস্থতা, নিরাপদ সফর এবং হজ্ব কবুলের লক্ষ্যে দোয়া করা হয়।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মর্তুজা ট্রাভেলস্ এন্ড হজ্ব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট আলেম মাওলানা মোরর্শেদুল আলম মর্তুজা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।তিনি তাঁর বক্তব্যে বলেন, “হজ্ব হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পবিত্র সফরে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। হজ্বের উদ্দেশ্য ও তাৎপর্য হৃদয়ে ধারণ করে সকলকে হজ্বব্রত পালন করতে হবে।ডাঃ ফজলুর ররহমান সাঈদ আরও বলেন, “বর্তমানে বিশ্ব মুসলিম নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। তাই হজ্বের সময় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও বিশ্ব মানবতার মুক্তির জন্যও দোয়া করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ওলামায়ে কেরাম, হজ্বযাত্রী পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে হজ্বযাত্রীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যাতে তাঁরা সুস্থভাবে হজ্ব পালন করে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।