বাগমারায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহ’ত্যা
Spread the love

মোঃ রনি রজব : রাজশাহীর বাগমারায় এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আ/ত্ম/হ/ত্যা করেছেন। ওই ছাত্রীর নাম বিলকিস নাহার (২৬)৷ তিনি রাজশাহীর বাগমারা যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের বজলুর রহমানের মেয়ে। পাশের গ্রাম কাতিলায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। শনিবার সকালে নানার বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লা/শ উদ্ধার করেছে। তিনি অবিবাহিত ছিলেন। পুলিশ বলেছে মানসিক দুশ্চিন্তা থেকে মেয়েটি আ/ত্ম/হ/ত্যা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলকিস নাহার দীর্ঘদিন থেকে নানার বাড়িতে বসবাস করছিলেন। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর রাজশাহীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগপ মাস্টার্সে ভর্তি হন। তবে তিনি নানার বাড়িতেই অবস্থান করতেন। গতকাল শুক্রবার গভীর রাতে ঘর থেকে বেরিয়ে বারান্দার বাঁশের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আ/ত্ম/হ/ত্যা করেন। সকালে স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে জানানো হয়। একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার বিলকিস নাহার বাবার বাড়িতে যান। পরে তিনি নানার বাড়িতে ফিরে এসে রাতে গলায় ফাঁস দিয়ে আ/ত্ম/হ/ত্যা করেন। স্থানীয় যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল করিম বলেন, বিলকিস নাহার মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জরায়ু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এছাড়াও তার বিয়ে না হওয়াতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এসব অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আ/ত্ম/হ/ত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই ছাত্রীর বাড়ি থেকে চিকিৎসকের কিছু ব্যবস্থাপত্র উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31