
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হানেমা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে ২০২৫) সকাল ৯টায় লায়লা কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথি শেখ মেহেদী ইসলাম এ সময় বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। হানেমা ফাউন্ডেশন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের বৃত্তি ও স্বীকৃতি শিক্ষার্থীদের আগামীর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।” বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প ও স্কলার মডেল স্কুল, পারকুলার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান (শাহাবুল)। স্কলার মডেল স্কুল, পারকুলার আয়োজনে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক।










