
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রবীণ কর্মী আব্দুর রহিম শেখ (৭০) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মেছের শেখের ছেলে। শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি নানদিয়া হাড়ুরি যাচ্ছিলেন। পথে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় হাউসপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মরহুমের মেজো মেয়ে সুলতানা বলেন, “বাবা আমাকে দেখতে আসছিলেন। কিন্তু আমরা বুঝতেই পারিনি এই যাত্রা তার জীবনের শেষ যাত্রা হবে। আমাদের সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেল।” জানাযায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, “আব্দুর রহিম শেখ ছিলেন একজন সৎ, পরহেজগার এবং সংগঠনের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান কর্মী। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” আরোও উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, উপজেলা আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মো. মামুন রেজা, সহকারী সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, ডাউকি ইউনিয়নের আমীর মো. সাজিবুল ইসলাম এবং কালিদাসপুর ইউনিয়নের আমীর মো. আসাদুল ইসলাম।










