মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ভোলাহাট উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ইসলামির সহকারি সেক্রেটারি চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোঃ মিজানুর রহমান। শাখা সভাপতি মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীরা যদি কুরআন পড়ে, কুরআন বুঝে এবং কুরআন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে, তবে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবে। আমাদের জীবন তখনই সার্থক হবে যখন কোরআন কেন্দ্রীক জীবন গড়তে পারবো। তিনি আরো বলেন, আমরা একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। তোমাদের সঙ্গে নিয়ে আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। যদি সত্যিই এই পরিবর্তন চাও যারা চাঁদাবাজ, সন্ত্রাসী,ও দুর্নীতিবাজ তাদের সমাজ থেকে বয়কট করার সিদ্ধান্ত নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাও মোঃ শামসুজ্জামান আলকাশ,চাঁপাইনবাবগঞ্জ জেলার পূর্ব শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন সোহাগ এবং সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ। এছাড়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ সোহেল রানাসহ স্থানীয় ছাত্র-শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।