
তৌহিদ, মাগুরা| বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর মাগুরায় আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত। শনিবার ১০ এপ্রিল সকাল ১১ টায় মাগুরা কৃষক দলের আয়োজনে মাগুরা শহরস্থ ইটখোলা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় এবং মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হাসান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শামসুল আলম শামস সহ আরো অনেকে। সকাল থেকেই মাগুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমর্থক এবং কর্মীরা সভা স্হলে এসে জমায়েত হতে থাকে।পরে কেন্দ্রীয় নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সভাস্হলে এনে বরণ করে নেয়া হয়। পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ ছাড়াও মাগুরা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।










