
মোঃ মনির মন্ডল : আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ থেকে পরিত্যক্ত অবস্হায় ০২ রাউন্ড গুলিসহ ০১ টি বন্দুক, ০৫ টি ককটেল ও ০২ টি রামদা উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন জামগড়া রূপায়ন মাঠ থেকে পরিত্যক্ত অবস্হায় ০২ রাউন্ড গুলিসহ ০১ টি বন্দুক, ০৫ টি ককটেল ও ০২ টি রামদা উদ্ধার করে। এ বিষয়ে আশুলিয়া থানার (ওসিতদন্ত) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
ভিউ: ১৬৯










