
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন”| অদ্য ০৮ মে বৃহস্পতিবার, সকাল ৮ঃ৪৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন ৮ নং সমুদয়কাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা শশীদ অসথ্যকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী অন্তরা ইসলাম (১৪), পিতা:মোঃ আনোয়ার তালুকদার,সাগরকান্দা, নেছারাবাদ,পানিতে ডুবে মৃত্যুবরণ করে। জানা যায়,খুব সকালে প্রাইভেট পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির পিছনে পুকুরে গোসল করতে গেলে পরবর্তীতে তাহার আসতে দেরি হলে,অন্তরা ইসলাম এর মা পুকুরে গেলে অন্তরা কে পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজনের সহায়তায় অন্তরা কে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়,মৃত অন্তরা ইসলাম পূর্ব থেকেই মৃগী(খিঁচুনি) রোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।
ভিউ: ২৪৯










