
মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান কে বুধবার (৭ মে) অদ্য বিকেল ৪ টায় বিজ্ঞ আদালতে হাজির করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলা নং:৩১ তাং ২৬/০৯/২৪- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৫৭/৩৭৯/৪২৭/৩৪ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) (ক) সূত্রে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালতে ১০ দিনের রিমান্ড প্রর্থনা করা হয়েছিল, আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ভিউ: ২১১










