শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালী জেলা দশমিনা উপজেলায় আউলিয়াপুর ডাকাতি করতে গেলে ডাকাত দলের দুজন সদস্যকে আটক করে স্থানীয় জনগন। সরজমিনে তথ্য নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বাড়িতে লোক না থাকায় সে বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করলে। স্থানীয় লোকেরা তাদেরকে ধাওয়া করে। আউলিয়াপুর কাছাকাছি আসলে স্থানীয় জনতা রাস্তার মাঝে ভেরী কেট দিয়ে তাদেরকে আটক করে। একজনের বাড়ি পটুয়াখালী আরেকজনের বাড়ী দশমিনা উপজেলায় তারা এঘটনার সত্যতা স্বীকার করেছে। এবং আগে পরেএরকম অনেক ঘটনা ঘটিয়েছে বলে তারা জানান।ডাকাত দলের এ চক্র অনেকদিন ধরে গলাচিপা উলানিয়া রণগোপালদি ও দশমিনা উপজেলায় বেশ তৎপর হয়ে উঠেছিল। ভুক্তভোগীর সাথে কথা বলে জানা এরা ধনসম্পদ লুটে নেওয়ার পাশাপাশি ইজ্জতটুকুও ছেড়ে দিয়ে যায় না। স্থানীয় জনতা তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দেওয়ার পরে রনগোপালদী ইউনিয়ন পরিষদে আনা হয়। সেখানে একটি কক্ষে তাদেরকে আটকে রাখা হয়। পরবর্তীতে দশমিনা উপজেলা থানা থেকে পুলিশ প্রশাসন এসে তাদেরকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলে স্থানীয় জনতারা ডাকাতদের উপরে ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে।। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন পুনরায় তাদেরকে একটি কক্ষে আবদ্ধ করে রাখে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় । স্থানীয় জনগণের দাবি এরা দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছে যার কারণে আমাদের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আমরা পাবলিক নিজ হাতে ওদেরকে মেরে ফেলবো থানায় দিয়ে কি হবে দুদিন পর তো আবার ছাড়া পেয়ে যাবে আবার সেই একই রকম আবার ডাকাতি শুরু করবে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ডাকাত সদস্য যেন কঠিন থেকে কঠিন, শাস্তির ব্যবস্থা করা হয় যাতে অন্য ডাকাত দলের অন্য কোন সদস্য এরকম কাজ করার দ্বিতীয়বার সাহস না পায়,
ডাকাত হামলাকারী ২ জনকে জনতা আটক করে দশমিনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর, জানা যায় আজ সকাল অনুমান ৯ টায়,দিকে ডাকাত ডাকাত করে ডাকচিৎকারে আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং ২ জন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।