চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার স্টেশনপাড়া দুর্গা মন্দির সংলগ্ন পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত যুবকের নাম মোঃ আশরাফুল হোসেন (২৮), পিতা—মৃত গোলাম মোস্তফা, সাং—নাওদা বন্ডবিল দোয়ারপাড়া, থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গা। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আসামিকে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়। ঘটনার পর আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা (নং-০৯, তারিখ- ০৫/০৫/২০২৫) রুজু করা হয়েছে।