চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশেষ বই মেলার আয়োজন করা হয় রবিবার (৪ মে) বিকাল ৩টায়। ইউনিয়ন শাখার আমীর ও উপজেলা শুরা সদস্য সজিবুর রহমানের সভাপতিত্বে এই মেলা উদ্বোধন করেন জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, নূর মোহাম্মদ টিপু এবং উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, "বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। অবসর সময়ের সেরা সঙ্গী হলো বই। বিশেষ করে ইসলামী বই অধ্যয়নের মাধ্যমে ইসলামের জ্ঞান অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয়।" উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে না; বরং দলের সকল জনশক্তিকে নিয়মিত কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের নির্দেশনা দেয়া হয়।" এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর ইউসুফ আলী, সেক্রেটারি মামুন রেজা, উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ও মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের মেম্বার বদর উদ্দিন ও আনিছুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম ও আলাউদ্দিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সাইদুল ইসলামসহ জামায়াতে ইসলামীর ডাউকী ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বই মেলা উদ্বোধন শেষে উপজেলা আমীরসহ নেতৃবৃন্দ হাউসপুর ব্রিজ মোড়ে গণসংযোগ করেন এবং সহযোগী সদস্য ফরম পূরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।