
সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ আসিফুজ্জামান আসিফ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB)-এর সাবেক মহাসচিব ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল “মিথ্যা মামলা” প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। ৪ মে (রবিবার) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাড়বাড়িয়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির উপ-কোষাধ্যক্ষ সোহেল হায়দার চৌধুরী কবির। তিনি বলেন, “প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।” বিএনপি নেতারা আরও বলেন, বর্তমান সরকার বিরোধী নেতাদের হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে, যা গণতন্ত্রের পরিপন্থী। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা দ্রুত তুহিনের মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।










