চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ইজিবাইক চুরি করে পালানোর সময় এক চোরকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। রোববার (৪ মে) বিকেল চারটার দিকে উপজেলার পশুহাট এলাকার লাল ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ইজিবাইক চালক মো. সৈয়দ আলীর ইজিবাইকটি চুরি করে পালানোর চেষ্টা করেন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের আব্দুলের ছেলে মিন্টু (৪৬)। লাল ব্রিজ এলাকা থেকে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে সন্দেহ হয় স্থানীয়দের। স্থানীয়রা প্রথমে লাল ব্রিজ এলাকা থেকে মিন্টুকে ধাওয়া করে সোনাপট্টি এলাকায় গিয়ে ধরে ফেলেন। পরে তাকে কালিদাসপুর ইজিবাইক স্ট্যান্ডে নিয়ে যাওয়া হলে সেখানে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। মারধরের একপর্যায়ে চোর অচেতন হয়ে পড়ে। পরে তার জ্ঞান ফিরলে স্থানীয়রা একটি ভ্যানে করে তাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও চোরকে আর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, চোর মিন্টুর কাছ থেকে মাদকদ্রব্য ও দুগ্ধ ইনজেকশনসহ একই নামে তিনটি জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়েছে। এতে তার পরিচয় নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতির আগেই চোরকে ছেড়ে দেওয়ায় তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইজিবাইক চালকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।