
নিত্যানন্দ মহালদার ববটিয়াঘাটা খুলনা প্রতিনিধি খুলনার বটিয়াঘাটা উপজেলায় ফিল্মি কায়দায় আবারও সংঘটিত হলো সশস্ত্র ছিনতাই। শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য ও পুলিশ সূত্রে জানা গেছে, হুজাইফা এন্টারপ্রাইজ নামক মোবাইল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ সোহাগ ইসলাম (৪২), পিতা মোঃ নুর ইসলাম, সাং তেঁতুলতলা, থানা বটিয়াঘাটা, জেলা খুলনার দোকানের সামনে ছিলেন। এমন সময় ৪টি মোটরসাইকেলে করে ৮-৯ জন সশস্ত্র দুষ্কৃতিকারী এসে তাকে মালামাল বুঝে নেওয়ার কথা বলে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে রায়পাড়া এলাকার মুক্তার হোসেনের দোকানে নিয়ে যায়। সেখানে কথাবার্তার পর তিনি দোকানে ফিরে আসেন এবং দোকান বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে পাওনা টাকা হিসেবে এক ব্যক্তি তাকে ৫০ হাজার টাকা প্রদান করেন। তিনি দোকান খুলে টাকা রাখতে গেলে হঠাৎ আগের দুষ্কৃতিকারীরা সেখানে এসে তাকে ঘিরে ধরে। কথা কাটাকাটির একপর্যায়ে একজন তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি ছোড়ার চেষ্টা করে। সোহাগ ইসলাম দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে পিস্তল সরিয়ে দেন, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তবে পাশে থাকা অন্য এক দোকানের কর্মচারী, মোঃ গোলাম রসুল (৪২), পিতা আরশাদ আলী সরদার, সামান্য আঘাত পান। তার পায়ের দিকে গুলি ছোড়া হলেও তিনি সরিয়ে নেওয়ায় গুলি মাটিতে লাগে। ছিনতাইকারীরা দ্রুত দোকানের ক্যাশ থেকে আনুমানিক ৫০-৬০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। দোকানের সামনে থেকে একটি খালি কার্টিজ উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে বলেন, “ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত চলছে, দোষীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।”