প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
মিডিয়া দিবসে মান্দায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) মান্দা উপজেলা শাখার কার্যালয়ে পরিদর্শন ও মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। গতকাল শনিবার (৩ মে) সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর তিনমাথা ফরহাদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিএমইউজে মান্দা শাখার কার্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। ইউএনও শাহ আলম মিয়াকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি আ. মজিদ মন্ডল সম্রাটসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ, দপ্তর সম্পাদক রইচ আহম্মেদসহ সকল সদস্যবৃন্দ।পরিদর্শনকালে সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ করেন ইউএনও। তিনি বলেন, "মান্দার সার্বিক উন্নয়নে তথ্য ও সংবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের উচিত যথাযথ ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। উপজেলা প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।"তিনি আরও বলেন, "মান্দার ইতিহাস, ঐতিহ্য ও জনগণের জীবনমান উন্নয়নে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা থাকবে বলে আমি আশাবাদী।"মতবিনিময় শেষে এক প্রাণবন্ত আড্ডা অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যদের সঙ্গে। পরে, মান্দার উন্নয়নে অবদানের জন্য ইউএনও মো. শাহ আলম মিয়াকে সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ ও দপ্তর সম্পাদক রইচ আহম্মেদ সাংবাদিকদের পেশাগত স্বার্থে কিছু দাবি উপস্থাপন করলে ইউএনও প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন।পরিশেষে চা-চক্র ও ফটোসেশন শেষে কর্মকর্তাকে বিদায় জানানো হয়।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com