
বরিশালের হিজলা উপজেলায় একটি মাছঘাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলামটর এলাকায় মেঘনার শাখা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছঘাট মালিক জসিম সরদার জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ চলছে। শনিবার সকালে তার মাছঘাটে এসে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার এক কর্মচারীকে মারধর করা হয় এবং ক্যাশবাক্স থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার পর জসিম সরদার হিজলা থানায় লিখিত অভিযোগ করেন। এতে হানিফ হাওলাদার, জাহাঙ্গীর সরদার, বিল্লাল বাগাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু কালাম আজাদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে অভিযুক্তদের একজন, তাওহীদ সরদার বলেন, “জসিম সরদারের সঙ্গে আমাদের ব্যবসায়িক লেনদেন রয়েছে। আমরা টাকা চাইতে গিয়েছিলাম, সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে।” ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।










