
৩ মে ২০২৫: ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অংশগ্রহণে সম্প্রীতির এক মানবিক বাংলাদেশ গড়ে তুলবে।”
শুক্রবার (২ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যাত্রাবাড়ী মধ্য থানা আয়োজিত দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, অমুসলিমদের সংগঠনের দাওয়াত দেওয়া জামায়াতে ইসলামীর নিয়মিত কর্মসূচির অংশ। ইসলামের দাওয়াত কেবল মুসলমানদের জন্য নয়, বরং তা সমাজের প্রতিটি মানুষের জন্য—এটাই ইসলামের সৌন্দর্য এবং শিক্ষা। তিনি বলেন, “ধর্ম নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনে বিশ্বাসী, যেখানে সকল ধর্মের মানুষের সম্মান নিশ্চিত করা হবে।”
তিনি জানান, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও প্রীতি সমাবেশের আয়োজন করা জামায়াতের নিয়মিত কর্মসূচির অংশ। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।
আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান বরাবরের মতোই আপোষহীন বলে মন্তব্য করেন তিনি। বলেন, “এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ। দাদাগিরি বা কর্তৃত্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও দাবি করেন, ০৫ আগস্ট পরবর্তী সময়ে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলার ষড়যন্ত্র প্রতিহত করতে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাহস জুগিয়েছেন এবং নেতাকর্মীদের ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী মধ্য থানা আমীর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেন (ঢাকা-৫) ও অধ্যাপক ড. আব্দুল মান্নান (ঢাকা-৬)। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ইমাম হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. আব্দুর রব, মাওলানা আব্দুল মান্নান, যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহজাহান খানসহ মহানগর ও থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।










