
মোঃ ইলিয়াছ খান; ফরিদপুরের সালথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ জিসান (১৮)–এর জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, ভালোবাসা ও শোক কিভাবে একত্রে মানুষের হৃদয়কে নাড়া দেয়। শনিবার (৩ মে) বাদ আসর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হয় তার জানাযার নামাজ। জানাযা শুরুর আগেই আশপাশের গ্রাম থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে মোড়হাট গ্রামে। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সবাই তার রুহের মাগফিরাত কামনায় অশ্রুসিক্ত দোয়া করেন। জানা যায়, গত শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা টু ফরিদপুর সড়কের কাউলিকান্দা এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জিসান। স্থানীয়রা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। জিসানের এমন অকাল মৃত্যুতে পরিবারে এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী বলছেন, সদা হাস্যোজ্জ্বল ও ভদ্র জিসান ছিলেন সবার প্রিয়। তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা গ্রামের জন্য এক অপূরণীয় ক্ষতি।










