ছেলেকে হত্যার উদ্দেশ্যে রশি পেঁচিয়ে ঝুলিয়ে দেন মা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে ভর্তি
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আসাননগর গ্রামে এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছেন মিম খাতুন (২২) নামের এক নারী। পারিবারিক কলহ ও অনৈতিক সম্পর্কের জেরে নিজের আট বছরের সন্তান জুনায়েদকে হত্যার উদ্দেশ্যে গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে দেন তিনি। বর্তমানে শিশুটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, প্রায় ৯ বছর আগে মিরপুর উপজেলার আসাননগর গ্রামের মাসুদ রানার সঙ্গে বিয়ে হয় মিম খাতুনের। তাদের সংসারে জন্ম হয় জুনায়েদ নামের এক পুত্রসন্তানের। মাসুদ রানা ১৯ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান। এ সময় মিম খাতুনের একাধিক পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ উঠে।
তিন দিন আগে মিম খাতুনকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন পরিবারের সদস্যরা। পরে গ্রাম্য সালিশ বসে। সালিশে মাসুদ রানার পরিবার মিমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত জানালে, মিমের পরিবার ৭ থেকে ৮ লক্ষ টাকা দাবি করে।
এ নিয়ে পারিবারিক উত্তেজনা চরমে ওঠে। এরই মধ্যে মিম খাতুন স্বামীকে ফোন ও মেসেজে হুমকি দেন। এক পর্যায়ে তিনি তাদের ছেলে জুনায়েদকে গলায় রশি দিয়ে ঘরের হাড়ের সঙ্গে ঝুলিয়ে দেন বলে অভিযোগ ওঠে। তবে সৌভাগ্যক্রমে শিশু জুনায়েদ বেঁচে যায় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।