মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভবঘুরে অসহায়দের মাঝে দুপুরের খাবার সুহৃদ সমাবেশের কর্মীদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। শনিবার (৩ মে) গোমস্তাপুর উপজেলার সুহৃদ সমাবেশের আয়োজনে রহনপুর পৌরসভার কলেজ মোড়,রেলওয়ে স্টেশন বাজার, খোয়ার মোড়, কলোনি মোড় সহ বিভিন্ন জায়গায় ভবঘুরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশের সভাপতি মুরশেদুল হাসান সাগর, সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার কিয়াম, প্রচার প্রচারণা সম্পাদক মোঃ আমির হামজা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধ শাহিন আলম, বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ আজিজুল, কার্য নির্বাহী কমিটির সদস্য সম্রাট ও ইমতিয়াজ সহ প্রমুখ।