আলমডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২ মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ডিএডি মোঃ আবু জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মোঃ লিয়ন (২৪), পিতা- মৃত আব্দুল, মাতা- রশিদা বেগম, সাং- রাধিকাগঞ্জ, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।
আটককৃত লিয়নের কাছ থেকে মোট ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-০১, তারিখ- ৩ মে ২০২৫) দায়ের করা হয়েছে।
র্যাব-১২ এর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।