৩ মে ২০২৫: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের রূপালী ব্যাংক মোমিনপুর শাখা থেকে এক নারীসহ মোঃ হেলাল নামে এক আনসার সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৩ মে) সকালে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়, যা পরিস্থিতিকে আরও রহস্যজনক করে তোলে। একপর্যায়ে জনতা ব্যাংকের ভিতরে প্রবেশ করে আনসার সদস্য মোঃ হেলালসহ ওই নারীকে হাতে-নাতে আটক করে এবং পুলিশকে খবর দেয়।
আটক নারী নিজেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী রাজুর স্ত্রী সোনিয়া খাতুন বলে পরিচয় দেন। তিনি জানান, “দীর্ঘদিন ধরে মোঃ হেলালের সঙ্গে ইমো অ্যাপে যোগাযোগ ছিল। রূপালী ব্যাংকে আসা-যাওয়ার সুবাদে আমাদের মধ্যে পরিচয় হয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।”
আনসার সদস্য মোঃ হেলাল দাবি করেন, “ওই নারী আমার পূর্ব পরিচিত। সে ব্যাংকে তার টাকা আছে কিনা দেখতে চায়, তাই সে আমার সঙ্গে এসেছে।”
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্ত দুজনকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এমন ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ও আনসার সদস্যদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।