
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সন্ধ্যায় মাগুরা শহরের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি ইমদাদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. নাজীর হোসেন লাড্ডু, সহ-সভাপতি ফারুক আহমেদ, টোকোন মণ্ডল, রেন্টু শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ খান, অর্থ সম্পাদক রনি আহমেদ, সদস্য আসাদুজ্জামান, পৌর আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব মানিক শেখ ও শ্রমিক নেতা মো. ইবাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনায় নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে দলের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ অংশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।










