তথ্যচিত্রে: মো. আসিফুজ্জামান আসিফ ; গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয়—এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন বা কোনো সরকারকে নিতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জিরাবো উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, “বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত মানবিক সহায়তার করিডোর স্থাপনের যে আলোচনা চলছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারকে বলছি—এখানে যেন পূর্ণবিরতি (ফুলস্টপ) দেওয়া হয়, এক পা-ও এগোনো যাবে না। আপনাদের প্রতি আমাদের সমর্থন ও ভালোবাসা আছে, তবে তার মানে এই নয়—আপনারা যা খুশি তা করবেন, আর আমরা তা মেনে নেবো।” তিনি আরও বলেন, “যারা এখন মানুষকে মিথ্যা মামলায় জড়াচ্ছে, তারা নব্বইয়ের স্বৈরাচারের উত্তরসূরি এবং এই যুগের রাজাকার।” সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ি, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে এবং ফিরে এলে সবাইকে কচু কাটা করবে।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানসহ অনেকে।
সিংক:
নুরুল হক নুর – সভাপতি, গণঅধিকার পরিষদ
রাশেদ খান – সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ