ঢাকা, ২ মে ২০২৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, "আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি।" তিনি দাবি করেন, দেশের জনগণ যেমন এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তেমনি আওয়ামী লীগের কর্মী ও সাধারণ সমর্থকরাও ভোট কেন্দ্রে আসেনি। বৃহস্পতিবার (১ মে) রাতে ধানমন্ডি জোনের বিশেষ শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, "৪ থেকে ৫ শতাংশ ভোট পড়েছে মাত্র। আওয়ামী লীগের প্রার্থীদের পরিবারের সদস্য ছাড়া কেউ ভোট দেয়নি। বুলবুল বলেন, বিরোধী দলগুলোর আন্দোলনের বড় সাফল্য হচ্ছে এই পাতানো নির্বাচন বর্জন। তিনি অভিযোগ করেন, "আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। জনগণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজের প্রতিনিধি নির্বাচনের অধিকার চায়। তিনি আরও বলেন, শুধু নির্বাচন গ্রহণ নয়, সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণাও নিশ্চিত করতে হবে। "ভোট গ্রহণ শেষে ফলাফল পাল্টে দেওয়া ক্ষমতালোভীদের পুরনো অভ্যাস," বলেন তিনি। এজন্য জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের দাবি জানায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, "জমিনে দ্বীন কায়েমের আগে নিজের মধ্যে ও পরিবারে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে।" তিনি বলেন, জামায়াত ইসলামী আদর্শিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলায় বিশ্বাসী এবং দেশ গড়ার দায়িত্ব নিতে প্রস্তুত। শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। উপস্থিত ছিলেন জোনের সকল থানা আমীর ও সেক্রেটারিসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।