
২ মে ২০২৫: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমারী ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বিকেলে দূর্লভপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে “জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের চারটি দল অংশগ্রহণ করে।
খেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য জনাব কামরুল হাসান কাজল। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক রাকিব মাহমুদ, সদস্য সচিব মোঃ আরাফাত রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাকিব মাহমুদ সৈকত, যুগ্ম আহ্বায়ক পার্থিব হাসান, সাব্বির রহমান ফিরোজ এবং মূখ্য সংগঠক মোঃ ইমন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাকিব মাহমুদ। তিনি বলেন, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রভাব ফেলেছে, এই টুর্নামেন্ট তারই প্রমাণ। শহরের মানুষ আধুনিক সুবিধা পেলেও গ্রামীণ এলাকাগুলো এখনও পিছিয়ে। এই আয়োজন সেই ব্যবধান কমানোর একটি প্রয়াস।”
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন কুমারী ইউনিয়ন প্রতিনিধি মোঃ ইয়ামীন আলি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।










