নওগাঁসহ সারাদেশে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ
Spread the love

উজ্জ্বল কুমার সরকার : শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” স্লোগানে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত হয়েছে । আাজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এইচ,এম ইরফান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী পরিচালক আশিকুর রহমান, চালকল মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মোত্তালিব হোসেন তালুকদার, অটোরাইস মিল গ্রুপের দপ্তর সম্পাদক এসএম হাসিবুল হাসান, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরো সুদূরপ্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করা প্রয়োজন। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলায়ের সমানে গিয়ে শেষ হয় । এসময় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আ স ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন, সেক্রেটারী এ্যাড. আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আসলাম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31