
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালীতে
গাঁজা ও ইয়াবা সহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১ মে দুপুর ২টার দিকে,বাবুখালী ক্যাম্প ইনচার্জ তার সঙ্গীয় ফোর্স সহ বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের গাঁজা, ইয়াবা ব্যবসায়ী ও সুদ কারবারি মোঃ আমির হোসেনকে গ্রেপ্তার করেন। আমির হোসেনের গ্রেফতারে এলাকায় সচেতন জনসাধারণ বেশ খুশী ও সস্হি প্রকাশ করছে।
ভিউ: ২৬৫










