
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফার্নিচার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা মঞ্চের অস্থায়ী কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে হাজী মোরস্থ লিয়াকত টাওয়ারে অবস্থিত লায়লা কনভেনশন হলে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মো. সৌরভ উদ্দিন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সংগঠনের সহ-সভাপতি কামাল হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিনাজ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টো, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. হাসিবুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ মো. ফরজ আলী এবং সংগঠনের অন্যতম সদস্য মো. কবির গোলাম আযম। সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক নাজমুল হক। বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সকলে সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে শ্রমিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং পরিবেশ ছিল প্রাণবন্ত।










