
মে দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় নির্মাণ শ্রমিকদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ মে) সকালে ইরামত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জোতবাজার শাখার আয়োজনে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। সকাল ৮টায় পতাকা উত্তোলনের পর একটি সচেতনতামূলক র্যালি জোতবাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ মোকবুল হোসেন সোনার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ম আহ্বায়ক, মান্দা থানা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব বকুল, মোঃ মোজারুল ইসলাম মুকুল এবং মোঃ কামরুল ইসলাম রিপন, পরিচালক, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং জোতবাজার শাখা। এছাড়া মোঃ আকবর মহরীসহ ইউনিয়নের অন্যান্য সদস্য এবং স্থানীয় নির্মাণ শ্রমিকরা উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করেন।বক্তারা মে দিবসের তাৎপর্য ও শ্রমিকদের অধিকার বিষয়ে আলোচনা করেন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।










