সিসিটিভিতে ধরা পড়ল সাইকেল চুরির ঘটনা: আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতির নাতির সাইকেল চুরি, চোর শনাক্তে সহায়তা চাইলেন পরিবার : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়া রূপক মিয়া বাড়িতে সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর নাতির ব্যবহৃত সাইকেলটি বাসার নিচতলার সিঁড়ি ঘর থেকে চুরি হয়ে যায়। বাড়ির সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন অজ্ঞাতপরিচয় যুবক চুপিসারে বাসার নিচে প্রবেশ করে সাইকেলটি নিয়ে বেরিয়ে যায়। যুবকের আনুমানিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং শরীরের গঠন পাতলা। চুরি হওয়া সাইকেলটি লাল ও কালো রঙের স্টিলচাকা মডেল। এ বিষয়ে খন্দকার শাহ আলম মন্টু বলেন, “আমার নাতি এই সাইকেলটি খুব ভালোবাসে। চুরি হওয়ার পর থেকে সে খুব কষ্টে আছে। ফুটেজে যে লোকটিকে দেখা যাচ্ছে, কেউ যদি তাকে চিনে থাকেন বা সাইকেলটির সন্ধান পান, অনুগ্রহ করে আমাকে জানান।” যোগাযোগের জন্য তিনি ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়েছেন: ০১৭১২৮৭৫৫৪১। এদিকে, চুরির ঘটনাটি জানার পর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং সন্দেহভাজনকে শনাক্তের চেষ্টা চলছে।” চুরি সম্পর্কিত যে কোনো তথ্য জানাতে সরাসরি থানায় অথবা ওসি মাসুদুর রহমানের সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১৪৮১৯৫-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের অফিসিয়াল ফোন নম্বর: ০৪১-৭৬৩০০২। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চোর শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছে ভুক্তভোগী পরিবার।