
ফাতেমা আক্তার মাহমুদ ইভা : সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌ: মো: মেহেদী হাসান এবং সহ-সভাপতি (প্রশাসনিক ও একাডেমিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌ: মো: শাহিনুর রহমান শাহিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌ: প্রহলাদ সরকার কনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌ: মো: মোজাম্মেল হক, অর্থ সম্পাদক হিসেবে প্রকৌ: মোঃ আল-আমিন হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌ: এস এম আসাদুজ্জামান। প্রসঙ্গত, সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) ২৫ এপ্রিল ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা ছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার। সাভার ও আশুলিয়া থানায় বসবাসরত বা কর্মরত প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত এই সংগঠনটি ইঞ্জিনিয়ারদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ও পারিবারিক বন্ধন হিসেবে কাজ করছে। শিল্পাঞ্চল হিসেবে বিশেষ পরিচিত সাভার-আশুলিয়ায় বিপুল সংখ্যক প্রকৌশলীর কর্মক্ষেত্র হওয়ায়, এই সংগঠনটির ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজ বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্ট, অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের স্কিল ডেভেলপমেন্ট এবং পেশাগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুজ-এর সদস্যপদ পেতে হলে সাভার বা আশুলিয়ায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসকারী, অথবা কর্মরত প্রকৌশলী হতে হয়। তবে দেশের যেকোন জেলার প্রকৌশলী, যাঁরা সাভার বা আশুলিয়ায় কর্মরত, তাঁরাও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে সদস্য হতে পারেন। পাশাপাশি, সকল টেকনোলজির ডিপ্লোমা, গ্র্যাজুয়েট ও তদূর্ধ্ব ডিগ্রিধারী প্রকৌশলীরা এই সংগঠনের অংশ হতে পারেন। সংগঠনটি সাভার-আশুলিয়ার প্রকৌশলীদের জন্য একটি মেলবন্ধন তৈরির পাশাপাশি সারা দেশের প্রকৌশলীদের মধ্যে সংযোগ স্থাপন এবং তাঁদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে অগ্রসর হচ্ছে।










