
মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আইনশৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া,স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ শরীফ,কৃষি সম্প্রসারন অফিসার আবদুন নূর, মহিলা কলেজের প্রফেসর দুরুল হোদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, থানার এসআই আলমগীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা সভায় মাদক,বাল্যবিবাহ, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, সন্রাস ও নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তা ঘাট, স্বাস্থ্য সেবা,সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, গাড়ীঘোরা, রাস্তায় এক্সিডেন্ট ও যানজট নিরাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথি বৃন্দরা।










